এহসান আল মাহফুজ এবং রাসেল স্কয়ারের উদ্দেশ্য।

রাসেল স্কয়ার শুরুর গল্পটা অনেকটা অন্য সকলের মতোই কিন্তু তার মধ্যেও কিছুটা ব্যাতিক্রম একটা গল্প রয়েছে। রাসেল স্কয়ার মূলত এহসান আল মাহফুজ কর্তৃক প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। এহসান আল মাহফুজ প্রফেশনালি একজন গ্রাফিক ডিজাইনার, টাইপফেস ডিজাইনার এবং ফন্ট ডেভলপার। উনার উদ্দেশ্য হলো বাংলা টাইপোগ্রাফি, গ্রাফিক রিসোর্স এবং গ্রাফিক রিলেটেড বিষয়ে নতুন ডিজাইনারদের সহযোগিতা করা।
ইতোমধ্যেই রাসেলস্কয়ার নতুন ডিজাইনারদের উদ্দেশ্যে কিছু ফ্রি রিসোর্স যোগ করেছে যেগুলো সকলের জন্য ব্যাবহার উন্মুক্ত কিন্তু এসব রিসোর্স নিজের নামে চালাতে রাসেল স্কয়ার কর্তৃক নিষেধাজ্ঞা রয়েছে।
রাসেল স্কয়ারে খুব শিঘ্রই আরো কিছু ব্রাঞ্চে রিসোর্স এটাচ করা হবে। যেগুলা সকলের জন্য ফ্রিতে দেওয়া হবে। ইতোমধ্যে রাসেল স্কয়ার এডবি ইলোস্ট্রাটর, ফটোশপ, পিএনজি এবং এসভিজি রিসোর্স এটাচ করেছে।

রাসেল স্কয়ার আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ প্রতিনিয়ত আপনাদের ফ্রি ডিজাইন রিসোর্স দিতে। সে জন্য আপনাদের একান্ত সহনশীলতা ও সহযোগিতা প্রয়োজন।

ধন্যবাদান্তে –
এহসান আল মাহফুজ
সিইও, রাসেল স্কয়ার
সিইও, ফন্টপ্ল্যাট টাইপ ফাউন্ড্রি

 

Ahsun Al Mahfuz

এহসান আল মাহফুজ বি.এ অনার্স (ইংরেজি সাহিত্য) ফাউন্ডার, রাসেল স্কয়ার ডট কম চেয়ারম্যান, ফন্ট প্ল্যাট টাইপ ফাউন্ড্রি গ্রাফিক ডিজাইনার টাইপফেস ডিজাইনার এন্ড ডেভেলপার

Leave a Reply